খুশির খোঁজে
রাজীব মিত্র
দিদির সাথে খুনসুটিটা হচ্ছিল বেশ ভালো,
হঠাৎ করে মেজাজ খারাপ, মুখটা হল কালো।
বারান্দার এক-কোণে
গিয়ে বসলাম, মোটেই ভালো লাগছিল না মনে।
নজর ছিল ঊর্ধ্বমুখী তাকিয়ে অনেক দূরে
দেখি দুটো ছোট্ট পাখি মেঘের দেশে উড়ে
যাচ্ছে কেমন ভেসে,
মনে ভাবলাম যদি উড়তে যেতাম দূরের দেশে।
ভাবনাতে ছেদ পড়ল, খেয়ে পিছন থেকে টোকা,
“ভাবছেন কী?” দিদি বললে, “তুই একটা বোকা।
মনটা খারাপ খুব?
আনমনা তাই চিন্তা মাঝে একলা দিলি ডুব।”
বললে আরো সামনে রাখে বাটিভর্তি ক্ষীর,
“তোর সঙ্গে ভাব না হলে আমিও যে অস্থির।”
আমায় টেনে কাছে
শোনায় ভায়ের মান ভাঙানোর মন্ত্র জানা আছে।
মনের মধ্যে অস্থিরতা এক নিমেষে দূর
হেসে উঠলাম জোর দু’জনে খুশিতে ভরপুর।
বললাম চোখ বুজে,
‘উড়লে কি আর এই খুশিটা পেতাম কোথাও খুঁজে?’
___
অঙ্কনশিল্পীঃ পল্লব বসু
No comments:
Post a Comment