কালা ডাক্তার কিছু পায় নাকো শুনিতে,
রুগী এলে কেশে বলে, ব্যামো তব ভুঁড়িতে।
তেল ঝাল বাদ দিয়ে সেদ্ধটা চালু হোক,
তিনখানা বড়ি সাথে, চলে যাবে সব রোগ।
ভোরবেলা মাঠে গিয়ে দৌড়োতে পারবে?
রাতে ছাদে পায়চারি চারপাক করবে।
আদা চা তিনবার সোম থেকে রবিবার,
তারপরও হলে ব্যামো চলে এসো একবার।
নামখানা বলো দেখি, অ্যাঁ? গবারাম মাইতি?
প্রেসক্রিপশনখানা পড়ে দেখো ভাইটি।
খুচরোয় একশো আছে নাকি পকেটে?
ওইটেই ফি আমার, বাড়িয়েছি জুনেতে।
ভবা আমি, গবা নই, জুড়ে দেয় চিৎকার
মারা গেছে পিসি তাই ডাক্তার দরকার।
___
No comments:
Post a Comment