চাই না ছুঁতে আকাশ আমি
চাই না হতে পাখি,
সকাল সন্ধে শুনতে চাই
মায়ের ডাকাডাকি।
আকাশ যদি মাটিতে নামে
তখন দেব ছুঁয়ে,
পাখিরা সব থাকবে নীড়ে
ছানার পাশে শুয়ে।
সকাল হলে ছানাকে ফেলে
কেবলই যায় উড়ে,
আকাশটা তো নীড়ের থেকে
রয়েছে অনেক দূরে।
মায়ের মতো পাখির ছানা
করেও ডাকাডাকি,
ওদের ডাক শুনলে ঘরে
কেমন করে থাকি!
আকাশ পাখি কিছুই হতে
চায় না তাই মন,
যেমন আছি মায়ের পাশে
থাকব সারাক্ষণ।
___
No comments:
Post a Comment